ইংরেজি শেখার হীনমন্যতা দূর করুণ

নিজস্ব প্রতিবেদনঃ আমরা সবাই কম বেশি ইংরেজি ভাষাকে আপন করে নিতে চাই তবে সেটা অনেক সময়ই হয়ে ওঠে না। এর পেছনে হয়তো আমাদের অজান্তেই একটা হীনমন্যতা কাজ করে। যদি নিচের টিপস গুলিকে সঠিক ভাবে গুরুত্ব দিয়ে অনুসরণ করেন তাহলে আপনার হীনমন্যতার দিন শেষ। সেগুলি হলঃ

১. বিভিন্ন ইংরেজি ছোট গল্প, ম্যাগাজিন ও খবরের কাগজ বেশি করে পড়বেন। যত বেশি ইংরেজি পড়বেন, তত বেশি নতুন নতুন শব্দ জানাতে পারবেন। নতুন শব্দের ব্যবহার বোঝার জন্য ডিকশনারি  ব্যবহার করবেন।

২. হাতের কাছে সবসময় প্রিন্ট বা অনলাইন-অফলাইন ডিকশনারি রাখবেন।কারণ ডিকশনারিতে শব্দের উচ্চারণ, অর্থ,  একই শব্দের বিভিন্ন ব্যবহার জানতে পারবেন, এমনকি বিপরীত শব্দের সঙ্গেও পরিচিত হতে পারবেন।

৩. প্রতিদিন শেখা নতুন নতুন শব্দ গুলিকে লিখে রাখতে পারেন। মাঝে মাঝে আপনার লেখা শব্দগুলি অনুশীলন করার মাধ্যমে আপনার শব্দ ভাণ্ডার উন্নত করতে পারেন।

৪. আপনি খেলার মাধ্যমেও নতুন শব্দ শিখতে পারেন। যেমন- বিভিন্ন ধরনের শব্দের খেলা অর্থাৎ ক্রস- ওয়ার্ড, অ্যানাগ্রাম, ওয়ার্ড জাম্বল, স্ক্র্যাবল ইত্যাদি। এগুলি আপনাকে নতুন শব্দ শিখতে বিশেষ ভাবে সহায়তা করবে।

৫. অপর কোনো ব্যক্তির সাথে কথোপকথনে অংশ গ্রহণ করতে পারেন। এতে আপনার শব্দ ভাণ্ডার স্বাভাবিক ভাবে বেড়ে যাবে।ইংরেজি কথোপকথন শুরুর আগে শব্দ ভাণ্ডার উন্নত করুন। এতে কথা বলার সময় আপনার শব্দের অভাব হবে না। রাতারাতি ইংরেজি শেখার চেষ্টা করবেন না, অভ্যাস জারি রাখুন, অবশ্যই ইংরেজি শিখতে পারবেন।